নাটোরের লালপুরে প্রতি পক্ষের হামলায় যুবলীগ নেতা জাহারুল ইসলাম নিহত

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহারুল ইসলাম নিহত হয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ বুধবার বেলা ১১ টার দিকে নর্থ বেঙ্গল সুগার মিল গেট এলাকায় এঘটনা ঘটে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল,এলাকাবাসী ও দলীয় সুত্রে জানা যায় , নর্থ বেঙ্গল সুগার মিলের গেট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গোপলপুর পৌরসভার কাউন্সিলর মাসুদের সাথে যুবলীগ কর্মী জাহারুল ইসলামের বিরোধ চলে আসছিল। এঘটনার জের ধরে আজ বুধবার বেলা ১১টার দিকে গোপলপুর পৌরসভার কাউন্সিলর মাসুদের ভাই যুবলীগ কর্মী মুক্তার হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী মিল গেট এলাকায় জাহারুল ইসলামের ওপর হামলা চালায়। এসময় জাহারুলের মাথা সহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে এলাপাতারি কুপিয়ে আহত করা হয়। বাধা দিতে গিয়ে সন্ত্রাসী হামলায় আহত হন আরো কয়েকজন। স্থানীয় লোকজন আশংকা জনক অবস্থায় জাহারুলকে উদ্ধার করে প্রথমে লালপুর কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.