নাটোরের লালপুরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন


নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলার ত্রিমোহিনী চত্বরে বাংলাদেশ সাম্যবাদী দল নাটোর জেলা শাখা আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দলটির পলিট ব্যুরোর সদস্য কমরেড লুৎফর রহমান।
এসময় তিনি মুনাফাখোর, মজুতদারদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে বলেন, লালপুরসহ সারাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে।
বিশ্বের অন্যান্য দেশে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমালেও তার বিপরীত চিত্র দেখা যায় বাংলাদেশে। রমজান মাস আসলেই সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের কারণে দ্রব্যের মূল্য আকাশচুম্বী হয়।
বাজার মনিটরিং ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতি হ্রাস করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানান তিনি।
নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মনজুর রহমান মিঠুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাটোর সদর উপজেলা সম্পাদক ফজলুল হক, লালপুর উপজেলা আহবায়ক আবু সাদাত মিন্টু প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.