নাটোরের লালপুরে দাম নেই সবজির


নাটোর প্রতিনিধি: ঈদের পর নাটোরের লালপুর বাজারে ব্যাপক সবজির ব্যাপক আমদানি হচ্ছে। তবে চাহিদার তুলনায় বাজাওে আমদানী বেশী হওয়ায় সবজির দাম হঠাৎ পড়ে গেছে।
তাই উপযুক্ত দাম না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন চাষিরা। ডেবরপাড়ার সবজি চাষী সুজন আলী জানান প্রতি কেজি ঢেঁড়স জমি থেকে সংগ্রহ করতে খরচ হচ্ছে ৪ টাকা কিন্তু বাজারে দাম পাচ্ছি ৩ টাকা।
লালপুর বাজারের আড়তদার আসাদুজ্জামান জানান ঈদের কয়েকদিন ক্ষেত থেকে সবজি সংগ্রহ না করায় একসাথে বেশি আমদানি হয়েছে। তাই বাজারে সবজির দাম পড়ে গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.