নাটোরের লালপুরে তেল চুরির ঘটনায় আটক-২

নাটোর প্রতিনিধি: রবিবার রাতে নাটোরের লালপুরে আজিমনগর রেলওয়ে স্টেশনে কমিউটার এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার থেকে তেল চুরির সময় লোকোমাস্টার সহ দুই জনকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) গোয়েন্দা শাখার সদস্যরা।
এসময় তাদের কাছ থেকে ৪৫ লিটার তেল জব্দ করা হয় বলে জানা গেছে।
আটকৃকতরা হলো,উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত আকিম উদ্দিনের ছেলে রোকনুজ্জামান(৩৬) ও বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ছাকনি গ্রামের মৃত তাহের সরদারের ছেলে হেলাল হোসেন (৩৬।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) গোয়েন্দা শাখা রাজশাহীর ইনচার্জ উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.