নাটোরের লালপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৩

 

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া নামক স্থানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একসিএনজি যাত্রী ফারুক হোসেন (২৫) নিহত হয়েছেন এবং চালক সুমন (২৫) সহ অপর তিন জন আহত হয়েছেন। নিহত ফারুক বাঘা উপজেলার পানি কামড়া গ্রামের আমির আলীর ছেলে।

জানাগেছে ,আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বনপাড়া থেকে লালপুরগামী একটি যাত্রীবাহী সিএনজি উপজেলার ওয়ালিয়ায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা লাগে। এসময় একজন সিএনজি যাত্রী ঘটনা স্থলেই নিহত হন। আহত তিন জনের সিএনজি চালক সুমনকে লালপুর হাসপাতালে, রাজশাহীর তেরখাদিয়া গ্রামের শাহাদত হোসেন (৩০) কে রাজশাহী হাসপাতালে এবং অজ্ঞাত একজনকে বনপাড়া ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়।সিএনজি ও নিহতের লাশ ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে এবং ট্রাক বনপাড়া হাইওয়ে থানায় আটক আছে। ট্রাকের হেলপার মন্টু (২৭) কে পুলিশ আটক করেছে।

সে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের জদু সরদারের ছেলে। লালপুর থানার ওসি নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.