নাটোরের লালপুরে চাকরি পূর্ণবহালের দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে পরিবার পরিকল্পনার মা ও শিশু স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্যসেবায় নিয়োজিত “পেইড পিয়ার ভোলেন্টিয়ার” পদে চাকরি পূর্ণবহালের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে লালপুর-বনপাড়া সড়কের এক পাশে ব্যানার নিয়ে দাড়িয়ে এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন তারা।
এসময় বক্তরা বলেন,গত ১১-০৯-২০২২ইং তারিখে আমরা চাকরিতে যোগদান করি। সেখানে উল্লেখ ছিলো কর্মদক্ষতা সন্তোষজনক হলে চাকরির মেয়াদ বৃদ্ধি হবে।
কিন্তু গত ২৩ জুন ২০২৪ ইং তারিখের পত্রে জানতে পারি আমাদের চাকরি থেকে অব্যহতি দেয়া হয়েছে। এসব কথা বলতে বলতে বক্তারা কান্নায় ভেঙ্গে পড়ে। এবং কয়েকজন অসুস্থ হয়ে যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.