নাটোরের লালপুরে কর্মসৃজন প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ


নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ঈশ্বরদী ইউনিয়নে ২০২১-২০২২ অর্থ বছরে দরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচির প্রথম পর্যায়ে ৪০ দিনের কর্মসৃজন কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে জানা গেছে, ১০টি ইউনিয়নে ২৭টি প্রকল্পে ৭৮৬ জনের নামের তালিকা রয়েছে। তবে এর মধ্যে ঈশ্বরদী ইউনিয়নে এই প্রকল্পের কাজে ৭২জন দরিদ্রদের নামের তালিকা থাকার কথা থাকলেও অনেক সচ্ছল মানুষের নাম রয়েছে বলে স্থানীয়দের মধ্যে গুঞ্জন উঠেছে।
এছাড়া এই তালিকায় নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জুর আপন দুই ভাই সোনাউল­াহ ও জুলহাস সহ চাচাতো ভাই নুহু ও আয়নালের নাম তালিকায় থাকার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
এই তালিকায় সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম গপ্পি সহ অনেক সচ্ছল ব্যক্তির নাম প্রকল্পের কাজের দরিদ্রদের তালিকার মধ্যে রয়েছে বলে জানা গেছে। এতে অনেক সত্যকারের দরিদ্র মানুষ এই তালিকা ও কাজ থেকে বঞ্চিত হচ্ছে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, লালপুর ডিগ্রী কলেজ মোড় থেকে শিবনগর হয়ে কাজীপাড়া নামকস্থানে সড়কের সংস্কার কাজের উদ্বোধনী দিনে কর্মস্থলে ৭২ জনের মধ্যে বেশির ভাগ সুফলভোগীকে অনুপস্থিত দেখা গেছে।
এদের মধ্যে অনেকেই তালিকায় নাম না থাকলেও কাজে নিয়োজিত দেখা গেছে। ওই চেয়ারম্যানের দুই ভাইয়ের নাম তালিকায় থাকলেও তাদের উপস্থিত দেখা যায়নি। তবে তার চাচাতো ভাই নুহু ও সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম গপ্পি সহ অনেক সচ্ছল ব্যক্তিকে উপস্থিত দেখা গেছে।
এ বিষয়ে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের সচিব শামীম হোসেন বিটিসি নিউজকে বলেন, চৌকিদার এসব নাম এনে দিয়েছে সেই অনুযায়ী তালিকা করা হয়েছে।
এবিষয়ে ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বিটিসি নিউজকে বলেন, আমি চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণের আগে ইউনিয়নের সচিব নামের তালিকা করেছে।
এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান বিটিসি নিউজকে বলেন, উপজেলার ১০টি ইউনিয়নে অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে ২৭টি প্রকল্প ৭৮৬জন শ্রমিক কাজ করছেন তারা দৈনিক হাজিরা হিসেবে ৪শ টাকা করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পারিশ্রমিক পাবেন কোন সচ্ছল ব্যক্তির নাম তালিকায় থাকলে তাকে বাদ দেওয়া হবে এবং যে শ্রমিক উপস্থিত থাকবে না সেই শ্রমিককে ওই দিনের পারিশ্রমিক পাবেনা।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বিটিসি নিউজকে বলেন, তালিকা টি সাবেক চেয়ারম্যানরা ও সচিবরা করেছে। তবে বিষয়টি দেখছি বলে জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.