নাটোরের লালপুরে এক কিশোরের আত্মহত্যা

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে জিসান(১১)নামের এক কিশোর আত্মহত্যা করেছে। আজ শনিবার বেলা ১২টার দিকে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের মহিদুল ইসলামের ছেলে।
জিসান তার বড় ভাইয়ের সাথে কথা কাটাকাটি করলে এক পর্যায়ে তার মা তাকে থাপ্পড় দিলে জিসান তার মায়ের উপর অভিমান করে ঘরের বারান্দায় উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.