নাটোরের মাদকাসক্ত চিকিৎসা নিরাময় কেন্দের মালিকের ১০ হাজার টাকা জরিমানা
নাটোর প্রতিনিধি: নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় একটি মাদকসাসক্ত রিাময় কেন্দ্র অভিযান পারিচালনা করে র্যাব ও মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। এসময় সেবা গ্রহিতার জীবন বিঘ্ন করার অপরাধে আলোকিত জীবন বেসরকারি মাদকাসক্ত চিকিৎসা নিরাময় কেন্দের রেজাউল করিম ডলারকে আটক করা হয়।
পরে ভ্যাম্যমান আদালতে তার ১০ হাজার টাকা জরিমানা করা হয়।র্যাবের পেস বিজ্ঞপিএত বলা হয় . সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি বিশেষ অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা ও মাহবুবা আক্তার, পরিদর্শক, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর এর যৌথ নেতৃত্বে গতকাল বৃহম্পতিবার বিকালে ভবানীগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়।
এসময় আলোকিত জীবন বেসরকারি মাদকাসক্ত চিকিৎসা নিরাময় কেন্দ্রে অভিযান পরিচালনা করে সেবা গৃহীতার জীবন ও নিরাপত্তা বিঘœকারী কাজ করার অপরাধে শহরের কানাইখালী এলাকার আফজাল হোসেনের ছেলে এ টি এম রেজাউল করিম ডলার (৩৩)কে আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শমা খাতুন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এটিএম রজোউল করিমের ১০ হাজার টাকা জরিমানা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.