নাটোরের বড়াইগ্রাম পৌর নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী নয়ন বিজয়ী 

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে‌ বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকে আওয়ামীলীগের  মাজেদুল বারী নয়ন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১০০২৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষের প্রতীকে বিএনপি প্রার্থী ইসাহাক আলী পেয়েছেন ১৩৮৬ ভোট।
পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৪৬০৬। মোট ভোট পড়েছে ১১৪০৯ (৭৮ শতাংশ)। আজ রবিবার সকাল আটটা থেকে বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। পৌরসভার নয়টি কেন্দ্রের মধ্যে শুধুমাত্র একটি কেন্দ্রে বিএনপি মনোনীত প্রার্থীর তিনজন এজেন্ট পাওয়া গেছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
যদিও সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয় তার পরেও নানা অভিযোগ করে বিএনপির প্রার্থী ইসাহাক আলী নির্বাচন শেষ হওয়ার ২ ঘণ্টা আগে দুপুর দুইটার দিকে তার অনুসারী কয়েকজন মিডিয়াকর্মীকে ডেকে ভোট প্রত্যাখ্যান এবং বর্জনের ঘোষণা দেন।
রিটার্নিং অফিসার ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.