নাটোরের বড়াইগ্রামে হাইওয়ে পুলিশের উদ্যোগে করোনা সচেতনতা ক্যাম্পেইন


নাটোর প্রতিনিধি: “মাক্স পড়ার অভ্যেস-করোনা মুক্ত বাংলাদেশ এই স্নোগানকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানার উদ্যোগে করোনা সচেতনতা ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।
এর অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বিভিন্ন যানবাহনের চালক, হেলপার ও যাত্রীসহ স্থানীয় জনসাধারনের মধ্যে বিনামুল্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে এবং বাইপাস মোড়ে সচেতনতা মূলক সভার আয়োজন করে। এতে পরিবহন শ্রমিক, হকার ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
বগুড়া হাইওয়ে সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান ইবনে রহমানের নেতৃত্বে এই ক্যাম্পেইনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম, এসআই আনোয়ার হোসেন, সার্জেন্ট ইসরাফিল হোসেন, জাতীয় শ্রমিক লীগের উপজেলা সভাপতি মোস্তফা বেপারী, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা প্রমূখ ব্যক্তিবর্গ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.