নাটোরের বড়াইগ্রামে স্কুল কক্ষে অনৈতিক কাজ, নারীসহ আটক ২


নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে এক নারীসহ নৈশ প্রহরীকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন।

গতকাল বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার চর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তি চর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী ফারুক হোসেন (২৬)। সে একই গ্রামের জমশের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নৈশপ্রহরী ফারুক হোসেন বিদ্যালয়ের কক্ষে এক নারীকে নিয়ে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা বিদ্যালয় ঘেরাও করে রাখে এবং পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ফারুককে ওই নারীসহ আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ফারুক হোসেনকে এক নারীসহ আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.