নাটোরের বড়াইগ্রামে মাদ্রাসায় কোটি টাকা দূর্ণীতি ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের দাসগ্রাম মাদরাসায় জমি আÍসাতসহ কোটি টাকা দূর্ণীতি ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ শনিবার সকালে মাদরাসার সামনে এলাকার শত শত মানুষ মানববন্ধনে অংশ নিয়ে এর তদন্ত করে বিচার দাবি করেন।এ সময় তারা বলেন, মাদরাসার অধ্যক্ষ হযরত আলী কোন কমিটি গঠন না করেই আড়াই বছর থেকে মাদরাসা অনিয়মের মাধ্যমে পরিচালনা করে আসছেন।
এছাড়া মাদরাসার প্রায় ১০০ বিঘা জমি নিজেই লিজ দিয়ে তার কোন হিসাব না দিয়ে টাকা আÍসাৎ করেন, মাদ্রাসার পাশে মার্কেট নির্মাণ করে তার ভাড়াও ভোগ করেন অধ্যক্ষ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে মাদ্রাসা কমিটি গঠনসহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়া আগামীতে গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন তারা।
মানববন্ধনে স্থানীয় আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.