নাটোরের বড়াইগ্রামে ধান মাড়াই (ভুত মেশিনে) মেশিনে চাপা পড়ে স্কুল ছাত্র নিহত

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ধান মাড়াই মেশিনের নিচে চাপা পড়ে হয়ে স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত পিয়াস হোসেন (১৬) উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা সরকার পাড়া গ্রামের খলিল হোসেনের ছেলে ও জোনাইল এম এল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সুত্রে জানা যায়, আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে ধান মাড়াই করার জন্য ভিটা কাজিপুরের উদ্দেশ্যে পিয়াসসহ আরো দুইজন রওনা দেয়।

চামটা বিলের ব্রিজে উঠার সময়বহন যোগ্য (ভুত মেশিন)ধান মাড়াই করার মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পরে যায়। বাঁচার জন্য পিয়াস এবং মেশিনে থাকা আরো দুইজন মেশিন থেকে লাফিয়ে পড়লেও মেশিন টি উল্টে পিয়াসের শরীরের উপর পড়ে।

আহত অবস্থায় পিয়াসকে জোনাইল শাফি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যাওয়ার পথে মারা যায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.