নাটোরের বড়াইগ্রামে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান শুরু

নাটোর প্রাতনিধি: নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমিতে পুকুর খননের বিরুদ্ধে অভিযান শুরু করেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসন।উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ এর নেতৃত্বে গতকাল রোববার বিকাল উপজেলার জলন্দা এলাকায় অভিযান চালানো হয়।

এসময় পুকুর মালিক ও এর সাথে জড়িতরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় খননরত ৪টি পুকুরের খনন কাজ বন্ধ করে দেয়া হয়। জব্দ করে পুড়িয়ে ফেলা হয় খনন কাজে নিয়োজিত ৪টি স্কেভেটরের ৮টি ব্যাটারি। পুকুর মালিকরা হচ্ছে মশিউর রহমান মুসা,মকবুল হোসেন,শহিদুল ইসলাম ও মোশাররফ হোসেন। ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে আজ বিকালে উপজেলার বনপাড়া এলাকায় অভিযান চালানো হবে বলে জানায় উপজেলা প্রশাসন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.