নাটোরের বিএনপি নেতার ওপর হামলাকারীদের গ্রেফতার দাবীতে তিন দিনের বিক্ষোভ কর্মসূচী ঘোষণা


নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবীতে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে জেলা বিএনপি। পাশাপাশি ঘোষণা করা হয়েছে দিন দিনের বিক্ষোভ কর্মসূচী।
রবিবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে শহরের আলাইপুর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব রহিম নেওয়াজ এই কর্মসূচী ঘোষণা করেন।
এসময় বিএনপি নেতারা বলেন, বর্তমান ফ্যাসিষ্ট সরকার বিএনপি নেতা-কর্মীদের দমন করার জন্য হামলা, মামলা বেছে নিয়েছে। এরই অংশ হিসেবে বিএনপি নেতা আব্দুল আজিজের ওপর হামলা করা হয়েছে। আওয়ামীলী নেতা আমিরুল ইসলামের নেতৃত্বে ৮-১০ হামলা করলেও তাদের এখনও আটক করা হয়নি।
আগামী তিনদিনের মধ্যে তাদের গ্রেফতারের দাবি জানান বিএনপি নেতারা। এসময় বিএনপি নেতা আব্দুল আজিজের ওপর হামলার ঘটনায় তিনদিনের বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা মশিউর রহমান বাবলা সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.