নাটোরের বাগাতিপাড়ায় বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতা পেল সম্মাননা

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ৫ জয়িতাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর। আজ রোববার সকালে বড়াল সভা কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৮ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।

সফল জননী ক্যাটাগরিতে মমতাজ বেগম, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী মাহমুদা পারভীন, শিক্ষা ও চাকুরীতে নাজনীন আক্তার, সমাজ উন্নয়নে সুকুমারী বাদ্যকার, নির্যাতনের বিভিষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরুতে জহুরুা খাতুনকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এসিল্যান্ড মেরিনা সুলতানার সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি বজরংলাল আগারওয়ালা, সাধারন সম্পাদক মাহাতাব উদ্দিন, কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.