নাটোরের বড়াইগ্রামে বিনামূল্যে কৃষি প্রণোদনা পেলেন ৭১০০ কৃষক

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। এ প্রণোদনার আওতায় উপজেলার মোট ৭১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলেন বিনামুল্যে পাট, উফসী আউশ ধানের বীজ ও সার।
বৃহস্পতিবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. মারিয়াম খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক প্রমূখ বক্তব্য রাখেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.