নাটোরের বড়াইগ্রামে কৃষক হত্যা বিচারের দাবীতে মানববন্ধন


নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে কৃষক বেলাল হত্যা বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার মশিন্দা গ্রামে বেলালের পরিবার এই কর্মসূচীর আয়োজন করে। ঘন্টাব্যাপি মানববন্ধনে বেলালের পরিবারসহ গ্রামের কয়েকশ লোক অংশগ্রহন করে।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত বেলালের স্ত্রী আনোয়ারা বেগম, ছেলে আতাউর রহমান, আনিসুর রহমান, বোন আমেনা বেগম, ভাই দুলাল মন্ডল, ভাগিনা মাহতাব উদ্দিন, মশিন্দা গ্রামের শহিদুল ইসলাম, মিঠু সরকার, সোহরাব হোসেন, মুজিবুর রহমান প্রমূখ।
ছেলে আতাউর রহমান বলেন, সকালে আমার বাবা চা খেতে যাওয়ার সময় হত্যা করে। উচ্চ আদালত থেকে জামিনে এসে নানা রকম হুমকি ধামকি দিচ্ছে। তারা বলছে একটি হত্যা করলেও ফাঁসি,দুই তিনটা হত্যা করলেও ফাঁসি। তাই আমাদের মামলা প্রত্যাহার করে নিতে হবে। না হলে আবার হত্যা করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.