নাটোরের পরকিয়ার জেরে স্বামীকে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

নাটোর প্রতিনিধি: আজ বৃহস্পতিবার  নাটোরের সিংড়ায় পরকিয়া প্রেমের জেরে সিদ্দিক (৪৫) নামের এক রাজমিস্ত্রী খুন হয়েছে।

আজ সকালে উপজেলার হাতিয়ান্দাহ ইউনিয়নের চক-লাড়–য়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের

পাশে জমি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সিদ্দিক প্রামাণিক চক-লাড়–য়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে।

এলাকাবাসীর ধারণা, সিদ্দিকের স্ত্রী শিউলি তার পরকিয়া প্রেমিক সেলিমের সহযোগিতায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম ও সিদ্দিক দীর্ঘদিন যাবৎ একসাথে রাজমিস্ত্রির কাজ করে আসছিলো,

এরই পরিপেক্ষিতে সিদ্দিকের বাড়িতে সেলিমের যাতায়াত শুরু হয়। এক পর্যায়ে সিদ্দিকের স্ত্রী শিউলির সাথে সেলিমের পরকিয়া সম্পর্ক গড়ে ওঠে। শিউলি ও সেলিমের পরকিয়ার বলি হিসেবে সিদ্দিককে জীবন দিতে হলো বলে ধারণা এলাকাবাসীর।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বিটিসি নিউজকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে, তদন্ত চলছে কিভাবে হত্যা করা হয়েছে, তবেপরকিয়ার জেরেই হত্যা হয়েছে বলে জানতে পেরেছি।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি মোঃ খান মামুন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.