নাটোরের নলডাঙ্গায় বাকপ্রতিবন্ধীর ঘর ভাঙ্গল ইটবাহি ট্রলি


নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় একটি ইটবাহি ট্রলির ধাক্কায় এক বাকপ্রতিবন্ধীর ঘর ভেঙ্গে গেছে। আজ মঙ্গলবার সকালে নাটোরের পন্ডিত গ্রাম ইটভাটা থেকে ট্রলিটি নলডাঙ্গা উপজেলার পাটুলে যাবার পথে পূর্ব সোনাপাতিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাকপ্রতিবন্ধী রহিমা বিবির শয়নঘরে ধাক্কা দেয়।
এতে ঘরসহ সকল আসবাবপত্র ভেঙে যায়। এতে ভীষণ ক্ষতিগ্রস্ত হয় ওই প্রতিবন্ধী। বাকপ্রতিবন্ধীর কান্নার আহাজারি মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে। এতে ধিক্কার ও ক্ষতিপূরণের দাবি করেছে অনেকেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলি জব্দসহ ট্রলিচালক রুবেলকে আটক করে পুলিশ।
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিটিসি নিউজকে জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ট্রলি চালক ও ট্রলিটিকে থানা হেফাজতে নেই। পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.