নাটোরের নলডাঙ্গার খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন এমপি শিমুল


নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার যুগলি সরকারি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আওয়াতায় প্রকল্পটির বাস্তবায়নে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে যুগলি খালের মির্জাপুর স্লুইজ গেট হতে হলুদঘর স্লুইজ গেট পযন্ত ১০ কিলোমিটার সরকারী এ খালের পুনঃ খনন কাজের উদ্বোধন করেন, নাটোর- নলডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এ সময় উপস্থিত ছিলেন,নাটোর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আহসানুল করিম,নলডাঙ্গা উপজেলা ভুমি সহকারী কমিশনার তাসমিনা খাতুন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস,নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর,সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মুকু,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম,জেলা পরিষদ সদস্য রইস উদ্দিন রুবেল প্রমুখ।
পরে বিকালে নলডাঙ্গা বাজার সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন।নাটোর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আহসানুল করিম জানান,ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে কৃষি কাজে সেচ সম্প্রসারণ করা এ প্রকল্পের লক্ষ্য।
উপজেলার মির্জাপুর স্লুইজ গেট হতে হলুদঘর স্লুইজ গেট পযন্ত যুগলি এ খাল পুনঃ খনন কাজ শেষ হলে ৫০ হাজার ঘনমিটার কিউসেক পানি সংরক্ষণ করা যাবে। সংরক্ষণের এ পানি দিয়ে এক দিকে দেশীয় মাছের প্রজনন ও কৃষি জমিতে জলাবদ্ধতা দুরীকরণ এবং শুকনো মৌসুমে কৃষকরা সেচ কাজে এ পানি ব্যবহার করতে পারবেন।
প্রায় আড়াই কোটি টাকা ব্যায়ে ৯ জন ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে নাটোর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.