নাটোরের নলডাঙ্গায় দুর্যোগ প্রশমন দিবস পালিত


নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এ প্রতিপাদ্য নিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের মহড়া,র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তার্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।
আরোও বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকিবুল হাসান,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার,উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা হাসিবুল হাসান, নলডাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ মেহেরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর,ব্রহ্মপুর ইউপি চেয়ারম্যান এসএম আশরাফুজ্জামান মিঠু।
এসময় উপস্থিত ছিলেন বিপ্র-বেলঘড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাজাহান আলী, উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি রইস উদ্দিন রুবেল, পিআই অফিসের স্টাফ জহিরুল ইসলাম, যুব লীগ নেতা দেওয়ান শাহজালাল, মোঃ সাদেক আলী ও মোঃ মুকবুল হোসেন প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.