নাটোরে ট্রাক ট্রেন সংঘর্ষ: উত্তারাঞ্চলের সাথে সাড়া দেশের রেল যোগাযোগ বন্ধ


নাটোর প্রতিনিধি: নাটোর শহরের তেবাড়িয়া রেলগেটে ট্রাক-ট্রেন সংঘর্ষের ঘটনায় উত্তরাঞ্চলের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।
নাটোর রেল স্টেশনের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী বিটিসি নিউজকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বিরতিহীন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রাত সাড়ে ৩টার দিকে নাটোর শহরের তেবাড়িয়া রেলগেট অতিক্রমকালে গেট ভেঙ্গে একটি মিনি ট্রাক ট্রেন লাইনে ঢুকে যায়।
এসময় ট্রেনটি ওই ট্রাককে ধাক্ক দিয়ে টেনে প্রায় ৩শ গজ দূরে নিয়ে যায়। এর পর থেকে পর থেকে চারঘন্টা বন্ধ ছিল বন্ধ উত্তরাঞ্চলের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ। এতে করে নাটোর স্টেশন সহ বেভিন্ন স্টেশনে আটকা পড়েছে অন্তত ৫টি আন্তঃনগর ট্রেন। চারঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.