নাটোরের চলনবিল পার্ক কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

নাটোর প্রতিনিধি:  নাটোরের সিংড়ায় চলনবিলের ভেতরে গড়ে ওঠা বিনোদন পার্ককর্তৃপক্ষের কাছ থেকে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে পার্ক মালিক।

আজ বৃহস্পতিবার দুপুরে পার্কের ভেতরে এক সংবাদ সম্মেলনে এর মালিক গোলাম কবির অভিযোগ করেন,স্থানীয় কিছু যুবক তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। না দেয়ায় তাকে হুমকি দেয় এবং সামাজিক মাধ্যমে পার্ক সম্পর্কে নানা অপপ্রচার চালানো শুরু করে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। ২০১৫ সালে নাটোরের সিংড়া উপজেলার কবিরগঞ্জ এলাকায় চলনবিলে মধ্যে গড়ে তোলা হয় পার্কটি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.