নাটোরের গুরুদাসপুরে সংবাদকর্মিদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি: প্রশাসনের কর্মকর্তার উপস্থিতিতে সংবাদকর্মিদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেগুরুদাসপুরের সাংবাদিকরা।
হামলাকারী মাটিখেকো সন্ত্রাসী নান্নু মোল্লাসহ অন্যদের অবিলম্বে গ্রেপ্তারসহ গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন ও সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিলকে প্রত্যাহারেরও দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
এছাড়া কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন সাংবাদিক নেতারা।
আজ দুপুরে গুরুদাসপুর থানা-শাপলা চত্বরের ওই মানববন্ধনে গুরুদাসপুর-বড়াইগ্রামের সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন গুরুদাসপুর প্রেসক্লাবের সভাপতি দিল মোহাম্মদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চলনবিল প্রেসক্লাবের সভাপতি এম এম আলী আককাছ, গুরুদাসপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজেম আলী, গুরুদাসপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রথম আলোর আনিসুর রহমান, বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি যুগান্তরের অহিদুল হক, গুরুদাসপুর প্রেসক্লাবের সভাপতি ইত্তেফাকের রাশিদুল ইসলাম, সাজেদুর রহমান, চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক, জ্যেষ্ঠ সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমূখ।
এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর সুইচগেট মসজিদের কাছে সাংবাদিকদের উপর হামলা চালায় অবৈধভাবে পুকুর খননকারীনান্নু মোল্লাসহ তার লোকজন।
এতে গুরুত্বর আহত হন দৈনিক সমকালের গুরুদাসপুর প্রতিনিধি মো. নাজমুল হাসান নাহিদ (২৮)। হামলায় সাংবাদিক নাজমুলের বুকের দুইটি হাড় ভেঙ্গে গেছে। লাঞ্ছিত করা হয় আরো দশ সাংবাদিককে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.