নাটোরের গুরুদাসপুরে জলাবন্ধতায় থেকে মুক্তি পেতে এলাকাবাসির মানববন্ধন


নাটোর প্রতিনিধি: সড়কের দুই কিলোমিটার অংশে হাঁটুপানি জমে আছে। ফলে এই সড়ক দিয়ে যাওয়া আসার সময় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের রানীনগরসহ কয়েকটি গ্রামের ৩০ হাজার মানুষের। এই দুরবস্থা থেকে মুক্তি পেতে আজ মঙ্গলবার সকালে এলাকাবাসি হাঁটুপানিতে মানববন্ধন করেছেন। অপরিকল্পিতভাবে পুকুর খনন করায় বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এই সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করে। মাছবাহী কমপক্ষে ৫০টি ট্রাক এই সড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে যায়। অথচ এই সড়কের দুই কিলোমিটার অংশে হাঁটুপানি জমে আছে। ফলে এই সড়ক দিয়ে যাওয়া আসার সময় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয়।

নাজিরপুর ইউনিয়নের রানীনগর থেকে মহারাজপুর ভেতর দিয়ে এই রাস্তা চলে গেছে। প্রায় ৩০ হাজার মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে জেলা শহর, গুরুদাসপুর সদরসহ পাশ^বর্তী উপজেলা সদরে যাতায়াত করে থাকে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ওই এলাকার সমাজসেবক মোঃ মনির হোসেন। তিনি বলেন দ্রুত সময়ের মধ্যে তাদের রাস্তা সংস্কার ও জলাবদ্ধতা নিরশন না করতে পারলে বড় ধরনের ক্ষতির সম্মখীন হতে হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.