নাটুদা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী রেজাউল করিম

চুয়াডাঙ্গা প্রতিনিধি:  আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে ক্ষমতাসীন আওয়ামী লীগের চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নবগঠিত নাটুদা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন।
এই সম্মেলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অনেক  প্রার্থী দৌড়ের মধ্যে আছেন। তবে তাদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে সাধারণ সম্পাদক পদে নাটুদা ইউনিয়নের ছাতিয়ান তলা গ্রামের রেজাউল করিম। এমনটি বলছেন ইউনিয়ন এলাকাবাসী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রেজাউল করিম কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি ও দামুড়হুদা উপজেলা দলিল লেখক সমিতির বর্তমান সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
নাটুদা ইউনিয়নের চারুলিয়া গ্রামের বাসিন্দা আব্দুল হক বিটিসি নিউজকে বলেন, রেজাউল আওয়ামীলীগের একজন নিবেদিত কর্মী। তিনি সংগঠন প্রিয় মানুষ। তিনি জনগনের খেদমত করতে পছন্দ করে। সবার সহযোগিতায় তিনি সবসময় এগিয়ে আসেন। তিনি যদি সাধারণ সম্পাদক নির্বাচিত হয় তাহলে আমার মনে হয় নাটুদা ইউনিয়ন আওয়ামীলীগ একজন যোগ্য মানুষ পাবে।
সাধারণ সম্পাদক প্রার্থী রেজাউল করিম বিটিসি নিউজকে জানান, আমি দীর্ঘদিন ধরে আওয়ামিলীগের রাজনীতির সাথে জড়িত আছি। সংগঠনকে ভালোবাসি বলে রাজনীতি করি। কিছু পাওয়ার আশা করি নি। সবসময় চাই আমাকে দিয়ে যদি কোন মানুষের উপকার হয় এটাই বড় পাওয়া আমার। বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার আদর্শ অনুসারী হয়ে কাজ করতে চাই। যদি সাধারণ সম্পাদক নির্বাচিত হই তাহলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে কাজ করব।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলোতে গত কিছুদিন ধরে সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি দেয়া হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চুয়াডাঙ্গা প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.