নাচোল উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদ ২০১৮-২০১৯ অর্থবছরে ৪ কোটি ৭০ লাখ ৩৪ হাজার ৯৫০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২ কোটি ৫০ লাখ ৩৪ হাজার ৯৫০ টাকা রাজস্ব এবং অন্যান্য খাত থেকে ধরা হয়েছে ২ কোটি ২০ লাখ টাকা। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল কাদেরের সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক।

উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত বাজেট সভায় অন্যান্যের মধ্যে নাচোল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদসহ ৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ, নাচোল পৌরসভার মহিলা কাউন্সিলর, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এবারের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ কোটি ৯৫ লাখ ১৪ হাজার ৬০০ টাকা। এর মধ্যে রাজস্ব ব্যয় ৪৪ লাখ ৭৯ হাজার ৬৫০ টাকা। রাজস্ব উদ্বৃত্তের পরিমাণ ২ কোটি ৫০ লাখ ৩৪ হাজার ৯৫০ টাকা। এছাড়া জাতীয় সরকারের এডিপি বরাদ্দ ৬০ লাখ টাকা, বাসা বাড়ি মেরামতের জন্য এডিপির বিশেষ বরাদ্দ ২০ লাখ টাকা, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প হতে ৪০ লাখ টাকা এবং বিশেষ অনুদান ১ কোটি টাকাসহ মোট ৪ কোটি ৭০ লাখ ৩৪ হাজার ৯৫০ টাকার উন্নয়ন বাজেট ধরা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.