নাচোলে নতুন ইউএনও হিসেবে দায়িত্বভার গ্রহন করলেন শরিফ আহম্মেদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্বভার গ্রহন করেছেন শরিফ আহম্মেদ।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা দায়িত্বভার হস্তান্তর করেন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ক্লাবের সেক্রেটারী ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান একটি ক্রেস্ট নতুন ইউএনও শরিফ আহম্মেদকে প্রদান করেন। নতুন উপজেলা নির্বাহি অফিসার শরিফ আহম্মেদ রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি বদলী হয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বভার গ্রহন করলেন।
উল্লেখ্য, প্রায় ৩ বছর নাচোলের সর্বস্তরের মানুষের কাছে সুনামের সহিত সাবিহা সুলতানা উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করে পদোন্নতি নিয়ে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি হয়েছেন। আজ বৃহস্পতিবার তিনি যোগদান করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.