কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাতে ৪ হাজার কেজি ডিএপি সার জব্দ করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে রায়গঞ্জ ইউনিয়নের উত্তর সাপখাওয়া মাস্টারমোড় এলাকায় নছিমন বোঝাই সার পাচার সন্দেহে আটক করে স্থানীয়রা।
খবর পেয়ে নাগেশ্বরী থানার পুলিশ নছিমনসহ সার জব্দ করে থানায় নিয়ে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া ও ব্যাপারীটারী এলাকার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর সার ডিলার মোছা. হালিমা খাতুনের সাড়ের গোডাউন মেসার্স রাদিয়া ট্রেডার্স (যার বীজ লাইসেন্স নং-১৫১২ এবং সার লাইসেন্স নং-৪৭৯৫) থেকে শুক্রবার রাত ৮টার দিকে একটি নছিমনে ৮০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) ডিএপি সার অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছিল। সার বোঝাই নছিমনটি মাস্টার মোড় বাজারের ভেতরের রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা সেটি আটক করে।
এসময় স্থানীয়রা নছিমন চালককে সার কোথায় নিয়ে যাচ্ছে জানতে চাইলে চালক সদুত্তর দিতে পারেনি। ফলে তারা গাড়ি আটিক করে রাখে। খবর পেয়ে নাগেশ্বরী থানার পুলিশ ঘটিনাস্থলে গিয়ে সারসহ নছিমনটি জব্দ করে থানায় নিয়ে যায়।
স্থানীয় কৃষক আজিজুল হক ও আরিফ হোসেন জানান, এলাকার কৃষকরা সার পায় না। সারের অভাবে তারা ফসলের আবাদ করতে পারে না। অথচ এই ডিলারের কাছে সার কিনতে গেলে পাওয়া যায় না। পেলেও চরা দামে কিনতে হয়। শুধু তাই নয় এই ডিলার এর আগে অনিয়মের কারণে ১ লাখ টাকা জরিমানা দিয়েছে বলেও জানান তারা।
ঘটনাস্থলে থাকা নাগেশ্বরী থানা পুলিশের উপ পরিদর্শক নাদিম জানান, এসিল্যান্ড স্যার এবং ওসি স্যারের নির্দেশে রাতেই নছিমনসহ সার জব্দ করে থানায় আনা হয়েছে।
ঘটনাস্থলে সার ডিলার হালিমা বেগমের দেখা মিললেও গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি তিনি। দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।
নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, বিএডিসি ডিলার হালিমা খাতুনের মেসার্স রাদিয়া ট্রেডার্স এর গোডাউন থেকে ৮০ বস্তা (৪মেট্রিক টন) ডিএপি সার স্থানীয় খুচরা ব্যবসায়ী সামাদের নিকট যাচ্ছিল। পথে জনতা আটক করে। শনিবার (৬ ডিসেম্বর) তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

















