নাগেশ্বরীতে স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা ও বৃক্ষরোপন কর্মসূচি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনাসভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার সকল স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, মন্দিরগুলোর মাঠ অথবা পরিত্যাক্ত জায়গায় বৃক্ষরোপনের লক্ষ্যে আজ বুধবার (২৬ আগস্ট) প্রথমে নাগেশ্বরী কামিল মাদরাসার হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

নাগেশ্বরী উপজেলা শাখা স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের প্রধান স্বেচ্ছাসেবক মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর প্রধান স্বেচ্ছাসেবক জাহাঙ্গীর আলম মতি ও আয়েশা সুমির সঞ্চালণায় এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগেশ্বরী পৌর মেয়র আব্দুর রহমান মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সঙ্গীত শিল্পী সুব্রত ভট্টাচার্য, জেলা পরিষদ সদস্য একরামুল হক বুলবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, কামিল মাদরাসার অধ্যক্ষ মো. শামসুদ্দিন, ওসি (তদন্ত) পলাশ চন্দ্র মন্ডল, কুড়িগ্রাম সমিতি-ঢাকা’র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত জগলুল হক, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের অতিরিক্ত প্রধান স্বেচ্ছাসেবক (সমন্বয়) এম রশিদ আলী, জেলা প্রধান স্বেচ্ছাসেবক জাহিদুল ইসলাম খাঁন জাহিদ, সহ-প্রধান স্বেচ্ছাসেবক রবিউল ইসলাম রুবেল প্রমুখ।

শেষে নাগেশ্বরী কামিল মাদরাসা মাঠে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.