নাগেশ্বরীতে শিক্ষার্থীদের মাঝে ট্যাব ও আর্থিক সহায়তা প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ই-লার্নিং প্রোগ্রামে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাঝে ট্যাব ও করোনায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব-বাংলাদেশ)।
বুধবার বেলা ১১টায় নাগেশ্বরী দয়াময়ী পাইলট (ডিএম) এ্যাকাডেমি মিলনায়তনে ২ বিদ্যালয়ে ২৬টি ট্যাব, ৩০ জন করে ৩ বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থীকে জনপ্রতি ১ হাজার ৫শ টাকা করে বিতরণ করা হয়।
ডিএম একাডেমির প্রধান শিক্ষক কে.এম আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামান, নাগেশ্বরী পৌরসভার মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, ভাব বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার-আবুল কালাম মো. আজাদ প্রমুখ। এ সময় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতার পুরস্কারও দেয় হয়।
উল্লেখ্যে, ই-লার্নিং কার্যক্রম উপজেলায় একত্রে নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি ও আর্দর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে একযোগে পরিচালনা করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.