নাগেশ্বরীতে বর্ণিল আয়োজনে জয়যাত্রা টেলিভিশনের ২য় বর্ষপূর্তি উদযাপন
কুড়িগ্রাম প্রতিনিধি: বর্ণিল আয়োজনে কেক কাটা, গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে জয়যাত্রা টেলিভিশনের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নাগেশ্বরী প্রেসক্লাব মিলনায়তনে বর্ষপূর্তির কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি নাগেশ্বরী পৌরসভার মেয়র আব্দুর রহমান মিয়া।
এ সময় নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ওমর ফারুকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান বীরবল, চ্যানেল টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি ও নাগেশ্বরী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা সিরাজ, দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি প্রভাষক মুহাম্মদ রফিকুল ইসলাম, সৃষ্টি টেলিভিশনের প্রতিনিধি মজিবর রহমান, দৈনিক মানব জমিন প্রতিনিধি এম. সাইফুর রহমান, আমাদের অর্থনীতির প্রতিনিধি প্রভাষক নাজমুল হোসেন, কাউন্সিলর মমিনুর রহমান ভোলা, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউেেন্ডশনের সহ-প্রধান জাহিদুল ইসলাম খাঁন জাহিদ, আমাদের প্রতিদিন এর প্রতিনিধি শেখ মো. নুর ইসলাম, সকালের সময়ের প্রতিনিধি লতিফুর রহমান লিংকন প্রমুখ।
এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন জয়যাত্রা টেলিভিশনের নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শফি। শেষে তার পক্ষ থেকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.