নাগরিক সেবা নিশ্চিতে রাসিক মেয়রের সাথে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের মতবিনিময়

 

বিটিসি নিউজ ডট কম ডট বিডি

নিজেস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুুলের সাথে দেখা করে নগরীর উন্নয়ন, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে নগর ভবনে মেয়র বুলবুলের সাথে মতবিনিময়কালে রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা এসব দাবি জানান।
একইসঙ্গে নেতৃবৃন্দ নাগরিক সেবা নিশ্চিতসহ নগর ব্যবস্থাপনায় গতি বৃদ্ধি, নির্মাণাধীন বাণিজ্যিক তিনটি ভবন দারুচিনি প্লাজা, স্বপ্নচূড়া ও সিটি সেন্টার নির্মাণ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা না নিলে আগামী সাতদিনের মধ্যে জনসার্থে মামলা করার হুসিয়ারি দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানের নেতৃত্বে পরিষদের অন্তত অর্ধশত এ মতবিনিময়ে উপস্থিত ছিলেন।
তারা নগরীর বিভিন্ন অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন। তারা বলেন, রাজশাহী নগরীতে এখন কোনো নাগরিক সেবা মিলছে না। নগরজুড়ে ড্রেনের অবস্থা করুন। মশার দাপটে নগরবাসী অতিষ্ঠ। রাস্তাঘাটে অনিয়ন্ত্রিত রিকশা ও অটোরিকশার দৌরাত্ম। ফুটপাত দখল, যত্রতত্র নির্মাণ সামগ্রির স্তুপ। অনেক উন্নয়ন প্রকল্প মুখ থুবড়ে পড়ে থাকলেও এগুলোর বাস্তবায়নে সিটি করপোরেশন কোনো পদক্ষেপ নিচ্ছে না। বিশেষ করে মোটা অঙ্কের অর্থ লগ্নি করে ব্যবসায়ীরা তিনটি বাণিজ্যিক ভবনের জন্য অপেক্ষায় রয়েছেন। অনেকে পথে বসার উপক্রম হয়েছেন। এগুলো দ্রুত সমাধানের তাগিদ দেন নেতৃবৃন্দ।
মেয়র তাদের বক্তব্য ধৈর্য্য সহকারে শোনেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন। মেয়র বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন ২০৫০ সালের মহাপরিকল্পনা গ্রহণ করে এ নগরীর সকল উন্নয়ন কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করেছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সকল রাস্তার টেকসই উন্নয়নে সিসি ঢালাই করা হচ্ছে। অন্যান্য সকল রাস্তার উন্নয়নে প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। খুব শীঘ্রই এ সকল রাস্তার কাজ শুরু করা হবে।
তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ চারলেনে উন্নীতকরণ কাজ শুরু হবে। স্মার্ট সিটি হিসেবে রাজশাহী নগরীকে গড়ে তোলার লক্ষ্যে নগরীর ২০টি পয়েন্টে পাবলিক টয়লেট স্থাপন ও আরও কয়েকটি সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন নির্মাণ করা হবে।
পাবলিক প্রাইভেট পাটনারশীপের মাধ্যমে নির্মিত মার্কেটসমূহের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করে মেয়র বলেন, এ বিষয়ে খুব শীঘ্রই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে ব্যবসায়ীদের পুনর্বাসিত করা হবে। সোনাদীঘি ও ভুবনমোহন পার্কের ঐতিহ্য ফিরিয়ে আনার ঘোষণা দেন মেয়র। নগরীর ইজিবাইক নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। নগরীর ঐতিহ্যবাহী মঠগুলোর সংস্কার কাজ এগিয়ে চলেছে। জলাধার সংরক্ষণের প্রয়োজনীয় উদ্যোগ ইতোমধ্যে নেয়া হয়েছে।
নগরবাসীর নির্বিঘেœ চলাচলে ফুটপাত উন্মুক্ত রাখা এবং ড্রেনের সঙ্গে সরাসরি ল্যাট্রিনের সংযোগ না দিতে নগরবাসীকে এ বিষয়ে সচেতন হবার আহবান জানান তিনি। এ নগরীর বিভিন্ন সমস্যাসমূহ তুলে ধরায় মেয়র রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এ সমস্ত সমস্যাসমূহ সমাধানে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আকতার জাহান উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ, মহানগর জাসদের সহসভাপতি শাহরিয়ার রহমান, রাজশাহী মহানগর জাতীয় পার্টির নেতা সালাউদ্দিন মিন্টু, রাজশাহী চেম্বার পরিচালক সাদরুল ইসলাম, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উপদেষ্টা অধ্যাপক জিএম হারুন প্রমুখ উপস্থিত ছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.