নাইরোবিতে ছয়তলা ভবন বিধ্বস্তে নিহত দুই, আটকা অনেক

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার রাজধানী নাইরোবির একটি ছয়তলা ভবন বিধ্বস্ত হওয়ায় দুই জন নিহত হয়েছেন। এছাড়া ভবনটির মধ্যে আটকা পড়েছে আরও অনেক মানুষ।

নাইরোবি কাউন্টির এমবাকাসি ইস্ট নির্বাচনী এলাকার এমাবাকাসি ওয়ার্ডের টাসিয়া এস্টেটের ভবনটি আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বিধ্বস্ত হয় বলে জানায় স্থানীয় গণমাধ্যম নাইরোবি নিউজ।

ভবন বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করে নাইরোবি রিজিওনাল পুলিশ কমান্ডার ফিলিপ এনডোলো বলেন, এখন আবাসিক ফ্ল্যাটটিতে উদ্ধারকাজ চলছে।

তিনি আরও জানান, এদিন সকালে বিধ্বস্ত হওয়া ভবনটির ভেতরে ঠিক কতজন আটকা পড়েছেন তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।

স্থানীয় গণমাধ্যমটি জানায়, উদ্ধারকাজ চলছে কিন্তু ভারী বর্ষণে রাস্তার অবস্থা খারাপ হয়ে যাওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।

গণমাধ্যমটি আরও জানায়, টাসিয়া এস্টেটের বাসিন্দারা উদ্ধারকাজে সহযোগিতা করছে উদ্ধারকর্মীদের।

এই দুর্ঘটনা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি পুলিশ। যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) রেডক্রসের বরাত দিয়ে জানায়, ভবনটিতে ২২টি পরিবার বসবাস করতো। ভবনটি থেকে উদ্ধারের পর আটজনকে হাসপাতালে নেয়া হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.