নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত-৭

(নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত-৭–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার আবুজার কাছাকাছি সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ৭জন নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
আজ রবিবার (২১ ফেব্রুয়ারী) দেশটির বিমান বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এক বিবৃতিতে মুখপাত্র ইবিকুনলে দারামোলা বলেন, নাইজেরিয়ার পার্শ্ববর্তী দেশ নাইজারের রাজধানী ‘মিনায় যাওয়ার পথে ইঞ্জিন বিকলের কথা জানিয়ে আবুজা বিমানবন্দরে ফেরার সময় বিচক্র্যাফট কিংএয়ার বি৩৫০ বিমানটি বিধ্বস্ত হয়।মিনার অবস্থান আবুজা থেকে ১১০ কিলোমিটার উত্তর পশ্চিমে।
দারামোলা বলেন, দুঃখ জনক ভাবে বিমানে থাকা সাতজনের সকলেই নিহত হয়েছেন।
নাইজেরিয়ার বিমান পরিবহনমন্ত্রী সিরিকা হাদিও এক টুইটে তিনি বলেন, আমাদের সবাইকে শান্ত থাকতে হবে এবং সামরিক বাহিনীর তদন্তে কী ফলাফল আসে তা জানতে অপেক্ষা করতে হবে। (সূত্র: এএফপি) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.