নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত-৮

(নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত-৮–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাদুনা রাজ্যে বন্দুকধারীদের পৃথক হামলায় কমপক্ষে আটজন জন নিহত ও অপর চার জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার (০৬এপ্রিল) সরকারি এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাতে জানা যায়, এ রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক কমিশনার সামুয়েল আরুওয়ান এক বিবৃতিতে বলেন, নিরাপত্তা এজেন্সিগুলো স্থানীয় কাজুরু ও কচিয়া এলাকায় বন্দুক হামলার ঘটনার কথা জানিয়েছে।
আরুওয়ান জানান, সশস্ত্র ডাকাতরা কাজুরুতে কদানি গ্রামে কাদুনা-কচিয়া সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একটি বাসের পাশাপাশি জ্বালানি কাঠ বহন করা একটি ট্রাকে হামলা চালালে পাঁচজন নিহত হয়। সেখানে এ হামলায় আরো তিনজন আহত হয়েছে।
তিনি জানান, আরেক ঘটনায় বন্দুকধারীরা একই সড়কের দোকা আক্সিসে প্রতিবন্ধকতার সৃষ্টি করে একটি ট্রাকে হামলা চালায়। এতে ট্রাক চালক নিহত হয়।
সাম্প্রতিক মাসগুলোতে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.