নাইজেরিয়ায় নামাজ’র সময় মসজিদে হামলা, নিহত-৫, অপহরণ-৪০

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা প্রদেশে এক মসজিদে নামাজের সময় বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এসময় অন্তত ৫ মুসল্লিকে হত্যা এবং আরও ৪০ জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা।
গতকাল রবিবার (২২ নভেম্বর) দেশটির পুলিশ এ তথ্য জানায়। অপহৃত মুসল্লিদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা প্রদেশের মারু জেলার দুস্তেন গারি গ্রামের এক মসজিদে মুসল্লিরা গত শুক্রবার (২০ নভেম্বর) নামাজ আদায়ে জমায়েত হলে প্রায় একশ’ জন ‘গরু চোর’ মোটরসাইকেলে করে মুসল্লিদের ওপর গুলি ছোড়ে। (সূত্র: আনাদলু এজেন্সি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.