নাইজেরিয়ায় গির্জার ভবন ধসে নিহত-৩

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি খৃষ্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা ঘর গির্জা ধসে দুই শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় স্থানীয় পুলিশের মুখপাত্র ব্রাইট এডাফে গতকাল বুধবার (১২ জানুয়ারি) বলেছেন, নাইজেরিয়ার ডেল্টা রাজ্যের রাজধানী আসাবার ওকপানাম উপশহরে মঙ্গলবার সন্ধ্যায় গির্জাটি ধসে পড়ে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া ১৮ জনের মধ্যে ১১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সন্ধ্যার অনুষ্ঠান চলাকালীন ভবনটি ভেঙে পড়ে।
আল জাজিরা জানিয়েছে, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় বিল্ডিং ধসে পড়া সাধারণ ঘটনা।
নাইজেরিয়ায় লক্ষ লক্ষ মানুষ জরাজীর্ণ কাঠামোতে বাস করে এবং নির্মাণের মান প্রায়ই লঙ্ঘন করা হয়।
গত বছরের নভেম্বরে লাগোসে নির্মাণাধীন একটি উঁচু ভবন ধসে কমপক্ষে ৪৫ জন নিহত হওয়ার পর থেকে ভবন নির্মাণের মান নিয়ে প্রশ্ন উঠে।
দক্ষিণ আফ্রিকার বিশ্ববিদ্যালয়ের গবেষকের মতে, ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ২০ মিলিয়ন লোকের শহর লাগোসে কমপক্ষে ১৫২টি ভবন ধসে পড়েছে।
এর মধ্যে ২০১৪ সালে লাগোসে একটি গির্জা ধসে কয়েক ডজন লোক মারা যাওয়ার পর দেশটির জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.