নাইজেরিয়ায় গাড়িবহরে চোরাগোপ্তা হামলায় নিহত-১৮

(নাইজেরিয়ায় গাড়িবহরে চোরাগোপ্তা হামলায় নিহত-১৮–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার বর্নো প্রদেশে নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে চোরাগোপ্তা হামলায় প্রাণ গেছে কমপক্ষে ১৮ জনের। গতকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তারা জানায়, নিহতদের মধ্যে ৪ জন সেনা সদস্য, ১০ জন পুলিশ কর্মকর্তা এবং ৪ জন বেসামরিক নাইজেরিয়ান রয়েছে।

এদিকে ঘটনার পর পরই হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন- আইএস। তারা জানায়, বাগা শহরের মূল সড়কে স্থলমাইন পুতে রেখেছিলো তারা। গাড়ি ওপর দিয়ে যাওয়ার সময়ই ঘটে বিস্ফোরণ।

এরপরই, চারপাশ থেকে গোলাগুলি শুরু হয়। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন মারা গেছেন বলে তাদের দাবী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.