বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে ৭৭ জন মারা গেছেন। এছাড়া এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও ২৫ জন। আজ রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
মূলত জ্বালানিবাহী এই ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন। আর সেই সময় ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে। এতেই ঘটে হতাহতের ঘটনা।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার উত্তর-মধ্য নাইজার প্রদেশের সুলেজা এলাকায় ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর ভেতরে থাকা জ্বালানি আশপাশে ছড়িয়ে পড়েছিল। পরে জ্বালানি সংগ্রহের জন্য অনেক মানুষ সেখানে আসেন। লোকেরা জ্বালানি সংগ্রহ শুরু করার কিছুক্ষণের মধ্যেই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়। এর ফলে ৭৭ জন মারা যান। এছাড়া, উদ্ধারকারীসহ আরও ২৫ জন আহত হন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জরুরি ব্যবস্থাপনা সংস্থা।
দেশটিতে সাম্প্রতিক সময়ে একই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। দুই সপ্তাহ আগে তেল সমৃদ্ধ ডেল্টা প্রদেশে দুর্ঘটনার শিকার হওয়ার পর একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হন।
বিবিসি জানিয়েছে, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। প্রায় সময়ই রাস্তার খারাপ অবস্থা এবং দূর্বল যানবাহনের কারণে এই ধরণের দুর্ঘটনা ঘটে থাকে।
উল্লেখ্য,গত বছরের অক্টোবরে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহের সময় সেখানে আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে ১৫৩ জনের মৃত্যু হয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.