নাইজার সরকার বোকো হারামের ২৮০ জঙ্গিকে হত্যা করেছে

বিটিসি নিউজ ডেস্ক: নাইজার সরকার জানিয়েছে, স্থল ও বিমান হামলায় ২৮০ জনের বেশি বোকো হারাম জঙ্গিকে হত্যা করেছে তারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত সপ্তাহে গ্রুপটির বিরুদ্ধে এক অভিযান শুরু হওয়ার পর ওই জঙ্গিরা নিহত হয়। খবর রয়টার্সের।

এর আগে নাইজেরিয়ার উত্তরাঞ্চল থেকে নাইজার, চাদ ও ক্যামেরুনে হামলা চালায় বোকো হারাম। জঙ্গি এই গ্রুপটি দীর্ঘ নয় বছরের বেশি সময় ধরে নাইজেরিয়ায় ইসলামি খিলাফাত প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, গত শুক্রবার নাইজার ও নাইজেরিয়াকে বিভাজনকারী কোমাদুগু নদীর দক্ষিণপূর্বাঞ্চল ঘেঁষে এক ঝটিকা অভিযান চালায় সেনাবাহিনী।

বিবৃতিতে বলা হয়, বিমান হামলায় ২০০ জনের বেশি জঙ্গিকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে এবং নাইজেরিয়ার সেনাবাহিনী ৮৭ জনকে হত্যা করেছে।

এর আগে ২০১৬ সালের জুন মাসে বোসো শহরে বোকো হারামের হামলায় নাইাজার সেনাবাহিনীর ৩০ জনের বেশি সদস্য নিহত হয়। এরপর এই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাতে প্রতিবেশী দেশ চাদে দুই হাজার সেনাসদস্য পাঠায় নাইজার।

তবে দিফফা অঞ্চলে নিরাপত্তা শঙ্কা বৃদ্ধির প্রেক্ষিতে ২০১৭ সালের অক্টোবর মাসে ওই সেনাসদস্যদের প্রত্যাহার করে নেয়া হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.