নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমাণ মাদকসহ রোহিঙ্গা তরুণ আটক

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত থেকে ১ লাখ ২০ হাজারটি ইয়াবাসহ মো. শহিদ (১৯) নামের এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২১ জুন) ভোরে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসছে এমন তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী জামালের ঘের নামক স্থানে অবস্থান নেয় তারা। এরপর ব্যাগ হাতে সন্দেহভাজনকে চ্যালেঞ্জ করলে ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় প্রচলিত মাদক আইনে মামলা এবং পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানানো হয় বিজিবির পক্ষ থেকে।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম খায়রুল আলম বিটিসি নিউজকে বলেন, ‘মাদকমুক্ত দেশ ও সমাজ গঠনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ রোধসহ যেকোনও ধরনের আন্তসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বান্দরবান প্রতিনিধি মো: আলাউদ্দিন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.