নাইক্ষ্যংছড়িতে ইয়াবা ও রাম দাসহ ৩ রোহিঙ্গা আটক

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার সীমান্তঘেঁষা রেজুপাড়ায় অভিযান চালিয়ে ৩৪ হাজার ইয়াবা ও একটি রাম দাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২২ জুন) রাত সাড়ে ৯টায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ রেজুপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
আটক তিনজন হলেন—মো. মাহমুদুল হাসান (২৩), মো. হাকিম (১৮) ও মো. শফি আলম (৩০)। তারা উখিয়ার এফডিএমএন ক্যাম্প-০১ এর ব্লক-ডি এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, মিয়ানমার সীমান্ত পেরিয়ে তিন ব্যক্তি ব্যাগসহ আসছিলেন। বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয় এবং সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা ও একটি রাম দা উদ্ধার করা হয়।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম বিটিসি নিউজকে বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে রক্ষা করতে বিজিবি নিরলসভাবে কাজ করছে। এই অভিযান তারই অংশ। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বান্দরবান প্রতিনিধি মো: আলাউদ্দিন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.