নলডাঙ্গায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক


নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় নিজ ঘর থেকে আব্দুর রাজ্জাক নামে এক মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তার স্ত্রী সালমা বেগমকে।
এলাকাবাসীর অভিযোগ পারিবারিক কলহের কারণে স্ত্রী সালমা প্রায়ই নির্যাতন করতো তার স্বামীকে।
নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বিটিসি নিউজকে জানান, উপজেলার মোমিনপুর গ্রামের মুদি ব্যবসায়ী আব্দুর রাজ্জাক গতকাল রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যায়। এরপর গ্রামবাসীর কাছে তার মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী সালমাকে আটক করে। ময়না তদন্তের পর বিস্তারিত জানান যাবে বলে জানান ওসি।
তবে নিহতের পিতা হামেদ আলীর অভিযোগ স্বামীর সাথে সংসার করতে চাইতো না সালমা। এ কারণে নানা সময় স্বামী আব্দুর রাজ্জাককে মারপিট করতো। স্বামীর সাথে এক ঘরে থাকতোনা। পরকীয়ার অভিযোগ এনে হামেদ আলী জানান, তার ছেলে আব্দুর রাজ্জাককে শ্বাস রোধে হত্যা করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.