নলডাঙ্গায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন

 

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫টি ইউনিয়ন ১টি পৌরসভায় শতভাগ বিদ্যুৎতায়নের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা চত্বরে বিদ্যুৎ বিভাগ,বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে বেলা ১১ টার দিকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ বিদ্যুৎতায়নের শুভ উদ্বোধন করেন।এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন শোভাযাত্রা বের করে।প্রায় ৮৩ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে মোট ৩০ হাজার ৬৪৫ টি গ্রাহকের ঘরে এ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

ইউএনও সাকিব আল রাব্বির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,নাটোর পল্লী সমিতি-১ এজিএম (প্রশাসন) মকলেছুর রহমান,এজিএম (অর্থ) আব্দুর রহমান,ডিজিএম সুলতান হোসেন,নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইয়াকুব আলী মন্ডল,সাধারন সম্পাদক অধ্যাপক এস এম ফিরোজ,উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল হক,মহিলা ভাইস চেয়ারম্যান মহুয়া পারভিন লিপি,মাধনগর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন দেওয়ান,খাজরা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান,বিপ্রবেলঘরিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন,উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি মো: নাসিম উদ্দীন নাসিম।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.