নলডাঙ্গায় র‌্যাবের অভিযানে ১২ মাদকসেবী ও মাদকব্যবসায়ীদের আটক : ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

 

নাটোর প্রতিনিধি:  নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাদক বিক্রয় ও সেবনের দায়ে আরোও ১২ মাদকসেবী ও মাদকব্যবসায়ীদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।রোববার রাতে র‌্যাব-৫,সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অপরেশন দল অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওই ১২ জন কে আটক করে।

পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদেরের আদালতে হাজির করলে আটককৃত ১২ জনের ৩ জনের তিন মাস বিনাশ্রম কারাদন্ড ও ৯ জনের পাঁচ দিনের কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।দন্ডপ্রাপ্তরা হলেন, ধামনপাড়া গ্রামের বাহরাম খাঁনের ছেলে আশরাফুল ইসলাম,হলুদঘর গ্রামের মমজান মোল্লার ছেলে আব্দুর রাজ্জাগ,চশপাড়ার ওয়াসিক আলীর ছেলে ওয়াজকরনি বিশ্বস,পাটুলের রফিকুল মৃধার ছেলে রাসেল মৃধা,আবু বক্কর সিদ্দিকের ছেলে মতিউর রহমান,একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে কামাল হোসেন,পিপরুলের নাসির উদ্দিন খাঁর ছেলে রাকিব খাঁ (১৮),পাটুল গ্রামের সোবাহানের ছেলে সোলেমান খাঁ (৩০), বেলঘরিয়া গ্রামের মৃত নায়েবুল্লাহ ফেরদৌস হোসেন,রায়সিংহপুর গ্রামের জামালের ছেলে ওমর ফারুক, পাটুলের আকের আলীর ছেলে আতিকুর রহমান,ওই গ্রামের রমজান আলীর ছেলে হাফিজুল সরদার।

র‌্যাব-৫,সিপিসি-২,নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি আজমল হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ একটি দল নলডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রয়করা অবস্থায় তাদের ১২ জন কে আটক করা হয়।পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদেরের আদালতে হাজির করলে আটককৃত ১২ জনের মধ্যে ৩ জনের তিন মাস ও বাকী ৯ জনের পাঁচ দিনের কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.