নলডাঙ্গার মাধনগরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির উদ্বোধন

নাটোর প্রতিনিধি:  নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি আন্তনগর ট্রেনের উদ্ধোধন করা হয়েছে।

আজ বৃস্পতিবার দুপুর ১২টার দিকে মাধনগরে রেলষ্টেশনে লাল ফিতা ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম শিমুল। এ সময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোর্ত্তজা বাবলু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক এস এম ফিরোজ, মাধনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন দেওয়ান, সাধারন সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

মাধনগর ষ্টেশন মাষ্টার আনোয়ার হোসেন বিটিসি নিউজকে জানান, এখন থেকে প্রতিদিন দুপুর ১২ টা ১০ মিনিটে কুড়িগ্রাম হতে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন মাধনগর রেলষ্টেশনে যাত্রা বিরতি করবে, আর ঢাকা হতে কুড়িগ্রামগামী এ ট্রেন রাত ১টা ৪১ মিনিটে যাত্রা বিরতি করবে। এখানে মোট ৫৩টি আসন বরাদ্দ আছে। প্রথম দিনে ৫৩টির বেশি ট্রেনে টিকিট বিক্রয় হয়েছে। ঢাকাগামী আন্তনগর এ ট্রেন উদ্ধোধন করার সময় মাধনগরে বিভিন্ন শ্রেণী পেশাজীবি মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.