নলছিটিতে দ্বিতীয়বার ধর্ষণ করতে এসে হাতেনাতে ধর্ষণকারী আটক
বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মনির হোসেন (২২) নামে এক যুবককে গতকাল বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাতে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। মনির উপজেলার মালোয়ার গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাত একটার দিকে মনির হোসেন তাদের প্রতিবেশীর ঘরে ঢুকে এক কিশোরীকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে পরিবারের লোকজন ও স্থানীয়রা এসে ধর্ষণকারীকে আটক করে। তাকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় আজ শুক্রবার (০৬ নভেম্বর) সকালে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেছেন মেয়েটির মা।
মামলায় বাদী উল্লেখ করেন, তার মেয়েকে এর আগে গত ২৭ অক্টোবর রাতে মনির হোসেন দরজা খুলে ভেতরে ঢুকে ধর্ষণ করে। মেয়েটি এ বিষয়ে বাবা-মাকে জানালে তারা লোকলজ্জায় বিষয়টি কাউকে বলেননি। এ সুযোগে পরবর্তীতে বৃহস্পতিবার রাতে মনির আবারও মেয়েটিকে ধর্ষণ করে। ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম তালুকদার বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আজ শুক্রবার সকালে মেয়েটির মা মামলা দায়ের করেছেন।
আসামীকে আজ শুক্রবার (০৬ নভেম্বর) দুপুরে আদালতে পাঠানো হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান আল মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.